বিশিষ্ট সংগীত গবেষক ডক্টর করুণাময় গোস্বামী আর নেই

বিশিষ্ট সংগীত গবেষক ডক্টর করুণাময় গোস্বামী আর নেই

শেয়ার করুন

photo-1498881876নিজস্ব প্রতিবেদক :

বিশিষ্ট সংগীত গবেষক এবং শিক্ষাবীদ ডক্টর করুণাময় গোস্বামী আর নেই। গতকাল শুক্রবার রাত আনুমানিক সাঢ়ে ১২টায় মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

শনিবার সকালে ডক্টর করুণাময় গোস্বামীর ভাগ্নে সৌরভ ভট্টাচার্য জানান, গত বৃহস্পতিবার থেকে করুণাময় গোস্বামীর জ্বর ছিল। শুক্রবার রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএসের নিজ বাসায় রাতের খাবার খান । তখনো তিনি স্বাভাবিক ছিলেন। এরপর তিনি বাথরুমে গিয়ে পড়ে যান। তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের মতে, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। শমরিতা হাসপাতালের শব-হিমাগারে করুণাময় গোস্বামীর মৃতদেহ রাখা হয়েছে। তার ছেলে সায়ন্তন গোস্বামী এখন কানাডায় আছেন আর মেয়ে তিথি গোস্বামী আছেন যুক্তরাষ্ট্রে। তারা ঢাকায় পৌছালে করুণাময় গোস্বামীর শেষকৃত্যের ব্যাপারে সব সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে, করুণাময় গোস্বামীর স্ত্রী চিত্রা দেবীও গুরুতর অসুস্থ। তিনি ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছনে।