অবৈধ নাগরিকদের দেশে ফেরার সময় একমাস বাড়ালো সৌদি আরব

অবৈধ নাগরিকদের দেশে ফেরার সময় একমাস বাড়ালো সৌদি আরব

শেয়ার করুন

indian workers_0বিশ্বসংবাদ ডেস্ক :

সৌদি আরবে অবৈধভাবে অবস্থান করা বিদেশি নাগরিকদের নির্বিঘ্নে দেশে ফেরার মেয়াদ আরও একমাস বাড়িয়েছে সৌদি সরকার।

শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি গেজেট এই তথ্য নিশ্চিত করেছে। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যারা দেশটিতে অবস্থান করছেন তাদের আরও একমাস সুযোগ দেবে সরকার। ঈদুল ফিতরের দিন থেকে এ সময় বৃদ্ধি কার্যকর হয়েছে। অর্থাৎ ২৫ জুন থেকে অবৈধ বিদেশিদের দেশে ফেরার তারিখ গণনা শুরু হয়েছে।

সৌদি সরকারের ডিরেক্টরেট জেনারেল অব পাসপোর্ট মেজর জেনারেল সুলাইমান বিন আবদুল আজিজ আল-ইয়াহইয়া জানান, এ নেশন উইদাউট ভায়োলেটরস কর্মসূচির আওতায় এই মেয়াদ বাড়ানো হয়েছে।

এর আগে গত ২৯ মার্চ থেকে সৌদি আরবে বসবাসরত অবৈধ বিদেশিদের তিন মাসের সাধারণ ক্ষমার ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া দেশটিতে অবস্থান, অনুমতি ছাড়া কাজ করা ব্যক্তিদের ওই সময়ের মধ্যে দেশত্যাগের নির্দেশ দেয় সৌদি সরকার। সে অনুযায়ী, পাঁচ লক্ষাধিক অবৈধ অভিবাসী এরইমধ্যে সৌদি আরব ত্যাগ করেছেন। ওই ডেডলাইনের মেয়াদ শেষ হওয়ার পর এবার নতুন করে আরও একমাস সময় বাড়ানো হলো।