শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

শেয়ার করুন

 

এটিএন টাইমস ডেস্ক :

১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। ১৯৭১-এর এই দিনেই পাকিস্তানি হানাদার বাহিনী পরাজয় স্বীকারের মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে আত্মপ্রকাশ ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের।

তার আগে দীর্ঘ ৯ মাস চলে অসম এক যুদ্ধ। একদিকে লক্ষাধিক সৈন্যের সুসজ্জিত পাকিস্তানী হানাদারবাহিনী, অন্যদিকে খালি পা, খালি গায়ের মুক্তিসেনার দল। যাদের প্রধান সম্বল ছিল তীব্র দেশপ্রেম আর অসীম সাহস। প্রতিবেশি ভারত এবং সোভিয়েত ইউনিয়নের প্রত্যক্ষ সহযোগিতাও পাকিস্তানিদের বিরুদ্ধে বিজয়কে ত্বরান্বিত করেছে।

একাত্তরের এই দিনে, তৎকালীন রেসকোর্স ময়দানে পাকিস্তানিদের আত্মসমর্পণের মধ্য দিয়ে যুদ্ধের সমাপ্তি এবং বাংলাদেশের অভ্যুদয় ঘটে। বিজয়ের ৪৫তম এই বার্ষিকীতে লড়াকু বাঙালি জাতি, ৩০ লাখ শহীদের পুণ্যস্মৃতি আর সম্ভ্রম হারানো মা-বোনদের ত্যাগের প্রতি এটিএন টাইমসের বিনম্র শ্রদ্ধা।