বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড দলে ব্রুম-রঞ্চি

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড দলে ব্রুম-রঞ্চি

শেয়ার করুন

indexস্পোর্টস ডেস্ক :

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য নিউজিল্যান্ড দলে ডাক পেয়েছেন ব্যাটসম্যান নেইল ব্রুম ও উইকেট কিপার লুকা রঞ্চি।

নিউজিল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান রস টেইলর বা-চোখের অস্ত্রোপচার জন্য দল থেকে ছিটকে পড়েছেন। এর ফলে প্রায় ছয় বছর পর আবারো আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ মিলেছে ব্রুমের।

২০১০ সালে ওয়ানডেতে অভিষেক হওয়া ব্রুম এখন পর্যন্ত ২২টি ওয়ানডে খেলেছেন। ১৭ দশমিক ২২ গড়ে তার রান সংখ্যা তিনশ ৩৩। মূলত এ মৌসুমে প্রথম শ্রেনীর ক্রিকেটে তার দূর্দান্ত পারফর্মেন্স নজর কেড়েছে কিউইদের। ৭ ইনিংসে ৫৯ গড়ে তিনি রান করেছেন ৩৫৪। এছাড়া ফোর্ড ট্রফিতে ৯ ম্যাচে ৫শ আট রান করেছেন, যেখানে তিনটি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে দুটি হাফ সেঞ্চুরিও।

রঞ্চিও প্রথম শ্রেনীর ক্রিকেট ভাল পারফর্মেন্স করায় যায়গা মিলেছে কিউই স্কোয়াডে।