শপথ নিলেন সিইসিসহ ৪ কমিশনার

শপথ নিলেন সিইসিসহ ৪ কমিশনার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাসহ নতুন নির্বাচন কমিশনের সদস্যরা শপথ নিয়েছেন। বুধবার বেলা ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ইসির সদস্যদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি এস কে সিনহা।

প্রথমে প্রধান বিচারপতি প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাকে শপথ পাঠ করান। তারপর একে একে অন্য সদস্যরা শপথ নেন। সিইসির সঙ্গে শপথ নেয়া যাওয়া অন্য চার নির্বাচন কমিশনার হলেন, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা জজ বেগম  কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদত্ হোসেন চৌধুরী।

সার্চ কমিটি গঠনের মাধ্যমে গত ৬ ফেব্রুয়ারি নতুন ইসি গঠন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সাবেক সচিব কে এম নূরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করে ৫ সদস্য বিশিষ্ট ইসি গঠন করেন তিনি। কমিশনের অন্য চার সদস্য হলেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী। বিকেল ৫টায় আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে সংবাদ সম্মেলন করবেন ইসির নতুন সদস্যরা।