পদ্মা সেতু ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনতে রুল

পদ্মা সেতু ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনতে রুল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির বিষয়ে দেশের ভাবমুর্তি ক্ষুন্ন করার কাজে জড়িতদের, তদন্ত সাপেক্ষে কেন আইনের আওতায় আনা হবে না, তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে আজ এই রুল জারি করেন। এছাড়া ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে ১৯৫৬ সালের ইনকোয়ারি অ্যাক্টের তৃতীয় অনুচ্ছেদ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইন অনুযায়ী কমিটি বা কমিশন গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না- তা সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে এই রুলে। সেই সঙ্গে প্রকৃত ষড়যন্ত্রকারীদের কেন বিচারের মুখোমুখী করা হবে না- তাও জানতে চেয়েছেন আদালত।

মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, যোগযোগ সচিব, দুদক চেয়ারম্যােন ও আইজিপিকে বিবাদী করে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এছাড়া আদালতের আদেশের আলোকে কমিটি বা কমিশন গঠনে কী উদ্যোগ নেওয়া হয়েছে- তার অগ্রগতি প্রতিবেদন দিতে ৩০ দিনের সময় দিয়ে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার কয়েকটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে আদালত এই রুল জারি করেছেন। এ বিষয়ে আবার শুনানী হবে ২০ মার্চ।