‘রোহিঙ্গা ফেরাতে সময়ক্ষেপণ মিয়ানমারের মাস্টার প্ল্যানের অংশ’

‘রোহিঙ্গা ফেরাতে সময়ক্ষেপণ মিয়ানমারের মাস্টার প্ল্যানের অংশ’

শেয়ার করুন

youssef_othaymin_webনিজস্ব প্রতিবেদক :

রোহিঙ্গা ফেরাতে সময়ক্ষেপণ মিয়ানমারের মাস্টার প্ল্যানের অংশ। তাই খুব দ্রুত প্রত্যাবর্তন নিশ্চিত করতে মিয়ানমারকে সর্বোচ্চ চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন আরাকান রোহিঙ্গা ইউনিয়নের মহাপরিচালক ওয়ালকার উদ্দিন।

ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম সম্মেলনের দ্বিতীয় এবং শেষ দিনে রোহিঙ্গা বিষয়ে বিশেষ সেমিনারে তিনি এ আহবান জানান।
564
ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোববার সকালে দুটি সেশনে প্রায় একই ধরনের আহ্বান জানান মুসলিম বিশ্বের নেতারা। ওআইসি মহাসচিব বলেন, রোহিঙ্গাদের মানবিক সাহায্য নিশ্চিত করতে মুসলিম বিশ্বের আরও বেশি এগিয়ে আসা উচিত।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সহকারী মহাসচিব আহ্বান জানান,  সংকট নিয়ে বাংলাদেশ, ওআইসি এবং জাতিসংঘের সম্মিলিত আলোচনার জন্য। এছাড়া বিভিন্ন দেশের প্রতিনিধিরা রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তা তহবিল নিশ্চিত করার তাগিদ দেন।