গাজীপুর সিটি নির্বাচন স্থগিত

গাজীপুর সিটি নির্বাচন স্থগিত

শেয়ার করুন

1522504729
নিজস্ব প্রতিবেদক :

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। সীমানা জটিলতা নিয়ে এক রিটের প্রেক্ষিতে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ রোববার এই আদেশ দেন।

শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজা গাজীপুর সিটি করপোরেশনে অন্তর্ভুক্তের বৈধতা চ্যালেঞ্জ করে এবং নির্বাচনের তফসিল নিয়ে এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ বি এম আজহারুল ইসলাম রিটটি করেন।

নির্বাচন কমিশন-ঘোষিত তফসিল অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশনে ১৫ মে নির্বাচন হওয়ার কথা। এই নির্বাচনের প্রচার জমেও উঠেছিল।

আর হাইকোর্টের এই রায়ের পর গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

বিকেলে রাজধানীর আগারগাঁও নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সাংবাদিকদের এ কথা জানান।