পাকিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ১৬

পাকিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ১৬

শেয়ার করুন

Rescue workers retrieve the body of one of the miners who was killed in a explosion sparked by methane gas inside a coal mine in Surran range

ডেস্ক রিপোর্ট:

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১৬ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বার্তা সংস্থা রয়টার্স জানায় বেলুচিস্তান প্রদেশে মারওয়ার কয়লাখনিতে মিথেন গ্যাসের কারণে ওই বিস্ফোরণ হয়।

এতে ১১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আরো ৫ জন ভিতরে আটকা পরে আছে।

খনির প্রধান পরিদর্শক ইফতেখার আহমেদ বলেন, আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের চেস্টা চলছে। কাছাকাছি একটি খনিতে ভূমিধসে প্রাণ হারিয়েছেন আরও দুই শ্রমিক। তবে সেটা বিস্ফোরণের কারণে হয়েছে কি না তা নিশ্চিত নয়।

বেলুচিস্তানে প্রায়ই খনি দুর্ঘটনা হয়ে থাকে। বেশিরভাগ খনিই পাকিস্তানের মিনারেল ডেভেলপমেন্ট করপোরেশনের মালিকানাধীন। দেশটিতে ১৮৪ বিলিয়ন টন কয়লা আছে। প্রতিবছর ৪০ লাখ টন কয়লা উৎপাদন করে তারা।