যাত্রাবাড়ীতে পুলিশের স্ত্রীসহ দুই খুন: দুইজনের ফাঁসি

যাত্রাবাড়ীতে পুলিশের স্ত্রীসহ দুই খুন: দুইজনের ফাঁসি

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

যাত্রাবাড়ীতে পুলিশ কর্মকর্তার স্ত্রী রওশন আরা বেগম ও কিশোরী গৃহকর্মী কল্পনা হত্যা মামলায় ওই গৃহকর্মীর ভাইসহ দুইজনের মৃত‌্যুদণ্ড দিয়েছে আদালত।

ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরদার মঙ্গলবার এই রায় ঘোষণা করেন। ফাঁসির দন্ডপ্রাপ্ত দুই আসামি হলেন-সাঈদ হাওলাদার ও রিয়াজ নাগর আলী।

২০১৫ সালের ২৪শে মার্চ উত্তর যাত্রাবাড়ীর কলাপট্টির একটি বাসা থেকে অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার আবদুল কুদ্দুসের স্ত্রী রওশন আরা বেগম ও তাদের গৃহকর্মী কল্পনার গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ কর্মকর্তা আব্দুল কুদ্দুস ১৯৯৪ সালে মারা যান। তাদের দুই মেয়ে ও তিন ছেলের সবাই বিদেশে থাকেন।

গৃহকর্মী কল্পনাকে নিয়ে তিন তলা ওই বাড়ির দ্বিতীয় তলায় থাকতেন রওশন আরা। দশ হাজার টাকা চাওয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বন্ধু রিয়াজকে সঙ্গে নিয়ে হত‌্যাকাণ্ড ঘটায় সাঈদ হাওলাদার। গৃহকর্মী কল্পনা ছিল সাঈদের বোন। রওশন আরাকে খুনের দৃশ্য দেখে ফেলায় বোনকে খুন করে তারা।