মিয়ানমারের উপর চাপ বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রীর আহবান

মিয়ানমারের উপর চাপ বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রীর আহবান

শেয়ার করুন

PM_05-June-2018নিজস্ব প্রতিবেদক :

রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে মিয়ানমারের উপর চাপ বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী ডেভিড মিলিব্যান্ড প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর প্র্রেস সচিব পরে সাংবাদিকদের জানান, এসময় তাঁরা রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী এসময় বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের ব্যাপারে মিয়ানমারের সাথে আলোচনা চলছে। বিপুল সংখ্যক রোহিঙ্গার চাপে কক্সবাজারের বাসিন্দারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে উল্লেখ করেন তিনি।

ইংল্যান্ডের লেবার পার্টির সাবেক রাজনীতিবিদ ডেভিড মিলিব্যান্ডকে প্রধানমন্ত্রী জানান, রোহিঙ্গাদের জন্য সম্ভাব্য সবকিছু করছে বাংলাদেশ। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন ডেভিড মিলিব্যান্ড।