১৪ জুনের টিকেট কিনতে হাজারো মানুষের ভিড় কমলাপুরে

১৪ জুনের টিকেট কিনতে হাজারো মানুষের ভিড় কমলাপুরে

শেয়ার করুন

trainনিজস্ব প্রতিবেদক :

১৪ জুনের টিকেট কিনতে কয়েক হাজার মানুষ ভিড় জমিয়েছিলেন কমলাপুর রেলওয়ে স্টেশনে।অনেককেই ফিরে যেতে হয়েছে খালি হাতে। তবে রেল কর্তৃপক্ষ বলছেন চাহিদার কথা মাথায় রেখে নির্দিষ্ট দিনে বেশ কিছু বাড়তি ট্রেন থাকবে যাত্রীদের জন্য।

রাতভর অপেক্ষার ক্লান্তি ঘুচার সুযোগ নেই। সকাল আটটায় কাউন্টার খোলার আগেই লাইন শুধু বাড়েনি, এক চিলতে জায়গাও ছিলনা কমলাপুর স্টেশনে। টিকেট পাবেন কি না এই আশঙ্কা টিকেট প্রত্যাশীদের চোখেমুখে। তার ওপর টিকেট কালোবাজারীদের দৌরাত্ম ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যদের।

train 1রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, ঈদের বাড়তি চাপ সামাল দিতে ১৩ জুন থেকে যুক্ত হবে বিশেষ ট্রেন।

এদিকে কমলাপুর রেলস্টেশনের কয়েকগজের মধ্যে বিআরটিসি বাস কাউন্টারের চিত্র একেবারে ভিন্ন। ঈদ উপলক্ষে টিকেট বিক্রির ঘোষণা থাকলেও নেই কোন ক্রেতা। দেশের বিভিন্ন রুটে সাধারণ বাসসহ ৬০টিরও বেশি এসি বাস সার্ভিস রয়েছে বিআরটিসির।