ভিয়েনার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ভিয়েনার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন

2017-05-29_bss-01_397563নিজস্ব প্রতিবেদক :

ইন্টারন্যাশনাল এটমিক এনার্জি এজেন্সি-আইএইএ’র ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সম্মেলনে যোগ দিতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবারসকাল ৯টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী অস্ট্রিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন। স্থানীয় সময় বিকেল আড়াইটার দিকে ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রীর।

বাংলাদেশের কোন সরকার প্রধানের এটি প্রথম ভিয়েনা সফর। সেখানে অস্ট্রিয়ার ফেডারেল চ্যান্সেলর, অর্থাৎ দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টিয়ান কের্নের সঙ্গে বৈঠক করবেন তিনি। সফরের প্রথম দিন অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটির সঙ্গে এক ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভিয়েনা সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে আইএইএ এর প্রভাব ও অবদান নিয়ে ভাষণ দেবেন। এছাড়া, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির চিত্রও তুলে ধরবেন তিনি। ৩০ মে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।