তিন সপ্তাহের মধ্যে তৃতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা উ. কোরিয়ার

তিন সপ্তাহের মধ্যে তৃতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা উ. কোরিয়ার

শেয়ার করুন

_96254157_124a74ff-44ec-4e7e-b4a9-08e7964326a4বিশ্বসংবাদ ডেস্ক :

কোরীয় উপদ্বীপে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, এবারের ক্ষেপণাস্ত্রটি অন্তত ছয় মিনিট সময়ে প্রায় ৪৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে।
_96254155_6f49513c-7e77-4104-8f3a-645c8bd8e4f4মার্কিন সেনাবাহিনী জানায়, স্থানীয় সময় সোমবার সকাল ৪টা ৩৯ মিনিটে কোরীয় উপদ্বীপের পূর্বাঞ্চলীয় কানগওন প্রদেশের ওনসান থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। এ নিয়ে টানা তিন সপ্তাহে তিনটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটি।_96254105_5094d838-4925-41e5-919e-213f618e1f9eএ ঘটনায় প্রতিবেশি জাপান ও দক্ষিণ কোরিয়া তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। সামরিক বিশ্লেষকদের ধারণা, নিকটবর্তী মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জন্য, বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ান কর্মকর্তারা জানিয়েছেন, স্বল্প পাল্লার এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ছিল স্কাড সিরিজের, এবং এটি জাপান সাগরে গিয়ে আছড়ে পড়ে।