বিভিন্ন সংস্থার কার্যক্রমের সমন্বয়ের জন্য রোহিঙ্গা সেল গঠন

বিভিন্ন সংস্থার কার্যক্রমের সমন্বয়ের জন্য রোহিঙ্গা সেল গঠন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার, বান্দরবান জেলাসহ সীমান্তবর্তী এলাকায় সার্বিক পরিস্থিতি এবং বিভিন্ন সংস্থার কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধনের জন্য রোহিঙ্গা সেল গঠন করা হয়েছে।

রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ রোহিঙ্গা সেল গঠনের বিষয়টি নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ৩ জন উপসচিবকে এ সেলের ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দিয়েছে।

অতিরিক্ত সচিব মো: সামছুর রহমানকে প্রধান সমন্বয়ক ও যুগ্মসচিব মো: শফিকুর রহমান সমন্বয়ক হিসেবে সেলের দায়িত্ব পালন করবেন। অনুপ্রবেশ সম্পর্কিত প্রতিদিনের তথ্য, পুশব্যাক, রোহিঙ্গাদের শুমারিসহ কয়েকটি বিষয়ে কাজ করবে রোহিঙ্গা সেল।