বান্দরবান সীমান্তে আবারও মাইন বিস্ফোরন: ৩ রোহিঙ্গা নিহত

বান্দরবান সীমান্তে আবারও মাইন বিস্ফোরন: ৩ রোহিঙ্গা নিহত

শেয়ার করুন

বান্দরবান প্রতিনিধি :

বান্দরবান সীমান্তে আবারো মাইন বিস্ফোরনে ৩ রোহিঙ্গা নিহত ও ২ জন আহত হয়েছে।

ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে কাটা তারের বেড়ার কাছে স্থল মাইন বিস্ফোরণে  মোঃ হাসানের পা উড়ে যায়। এছাড়া শনিবার রাত সাড়ে ১০ টার দিকে রেজু আমতলি সীমান্তে বিস্ফোরণে ৩ রোহিঙ্গা নিহত ও ১ জন আহত হয়। এরা সবাই সীমান্ত পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছিল।

হতাহতেদের মধ্যে ১ জনকে কক্সবাজারের উখিয়া উপজেলার এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে মায়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতায় বান্দরবান সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নিবন্ধনের কাজ শুরু করেছে প্রশাসন। সকাল থেকে বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ৭টি আশ্রয় শিবিরে অবস্থানকারী রোহিঙ্গাদের তালিকা তৈরি করা হচ্ছে।