বিদেশি চ্যানেল সম্প্রচার বন্ধের দাবি মিডিয়া ইউনিটির

বিদেশি চ্যানেল সম্প্রচার বন্ধের দাবি মিডিয়া ইউনিটির

শেয়ার করুন

atn chairman Mahfujur rahman মাহফুজুর রহমাননিজস্ব প্রতিবেদক:

বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচারের নামে মুদ্রাপাচারের কারণে দেশের স্যাটেলাইট চ্যানেলগুলো হুমকির মুখে। তাই বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার সাময়িকভাবে বন্ধের দাবি জানিয়েছে টেলিভিশন মালিক ও কলাকুশলীদের নতুন সংগঠন ‘মিডিয়া ইউনিটি’।

বাংলাদেশে বিদেশি চ্যানেলগুলোর নানামুখী আগ্রাসন প্রতিরোধের লক্ষ্যে শনিবার সকালে সমবেত হন টেলিভিশন মালিক,নির্মাতা ও কলাকুশলীরা।এ অনুষ্ঠানে ৭১ টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুকে আহ্বায়ক এবং দেশ টিভি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে সদস্য সচিব করে, ‘মিডিয়া ইউনিটি’ নামে একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করে।

বিদেশি সিরিয়ালসহ বিজ্ঞাপন প্রচারের মধ্য দিয়ে কিছু অসাধু ব্যবসায়ী, দেশের সংস্কৃতি এবং অর্থনীতিকে ধ্বংস করছে বলে মন্তব্য করেন বক্তারা। তাঁরা বলেন, চলতি মাসের মধ্যেই বিজ্ঞাপন বন্ধ না হলে বিজ্ঞাপনদাতাদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়কে পদক্ষেপ নেয়ার অনুরোধ জানানো হবে। একইসঙ্গে ওইসব বিজ্ঞাপনদাতাদেরকে সাংস্কৃতিক রাজাকার হিসেবেও আখ্যায়িত করেন তারা।