শেষ মুহূর্তে সুইং স্টেটগুলোতে চলছে সমান লড়াই

শেষ মুহূর্তে সুইং স্টেটগুলোতে চলছে সমান লড়াই

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

৪৫ তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শেষ মুহূর্তে সুইং স্টেটগুলোতেই প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হিলারি-ট্রাম্পের মধ্যে সমানে সমান লড়াই চলছে।

us-electionতবে বিবিসি জানায়, শেষ মুহূর্তে  প্রচারণা চালানো ওহিও এবং পেনসেলভেনিয়া মঙ্গলবারের নির্বাচনে প্রার্থী বাছাইয়ে গুরুত্বপূর্ণ হবে মনে করছেন রাজনৈতিক বিশ্লষকরা।

জাতীয় জরিপে এগিয়ে আছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন। তবে রিপাবলিকান প্রার্থী ডোলান্ড ট্রাম্পের সমর্থনও বেড়ে চলেছে।

জরিপ সংস্থা ইপসোসের সর্বশেষ জরিপের প্রকাশিত ফলাফল অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৫ শতাংশ পয়েন্টে এগিয়ে আছেন হিলারি।

মতামত জরিপে, ৪৪ শতাংশ সম্ভাব্য ভোটার হিলারির পক্ষে এবং ৩৯ শতাংশ ট্রাম্পের পক্ষে। এদিকে, আসন্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ৩ কোটি ৭০ লাখ আগাম ভোট পড়েছে।

যদিও, নির্বাচনী প্রচারে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর একে অপরের উপর আক্রমনাত্মক মনোভাবকেই রেকর্ড সংখ্যক আগাম ভোট পড়ার কারণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।