বিডিআর বিদ্রোহে ১৫২ আসামির মৃত্যুদণ্ডের অনুমোদন ও আপিলের রায় যে কোনো দিন

বিডিআর বিদ্রোহে ১৫২ আসামির মৃত্যুদণ্ডের অনুমোদন ও আপিলের রায় যে কোনো দিন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বিডিআর বিদ্রোহের ঘটনায় করা হত্যা মামলায় ১৫২ আসামির মৃত্যুদণ্ডের অনুমোদন ও আসামিদের আপিলের রায় ঘোষণা হবে যে কোনো দিন।

শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বে তিন সদস্যের হাইকোর্ট বেঞ্চ, মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার।

মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য ২০১৫ সালে বেঞ্চ গঠন করা হয়। ২০১৩ সালের ৫ নভেম্বর এই হত্যা মামলার যে রায় ঘোষণা করা হয়, তাতে ১৫২ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে, রক্তাক্ত বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান।