সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ইস্যুতে নিরাপত্তা পরিষদে রাশিয়ার ভেটো

সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ইস্যুতে নিরাপত্তা পরিষদে রাশিয়ার ভেটো

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়ে তদন্তের দাবি জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত একটি খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের পক্ষ থেকে ওই প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। প্রস্তাবে গত সপ্তাহে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের খান শেইখুন শহরে রাসায়নিক হামলার নিন্দা জানানো হয়। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে এ প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১০টি দেশ।

প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় দুই সদস্য দেশ রাশিয়া ও বলিভিয়া। অন্য তিন সদস্য দেশ চীন, ইথিওপিয়া ও কাজাখস্তান এ সংক্রান্ত ভোটাভুটি থেকে বিরত ছিল। এ নিয়ে অষ্টমবারের মতো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কোনও ব্যবস্থা গ্রহণের হাত থেকে আসাদ’কে সুরক্ষা দিলো রাশিয়া। রাশিয়ার এমন ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স।