বনানী কবরস্থানে আ.লীগের শ্রদ্ধা

বনানী কবরস্থানে আ.লীগের শ্রদ্ধা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বনানীতে জাতীয় ৩ নেতার কবরে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। এসময় শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে, ৩ নভেম্বর হত্যার ঘটনার পেছনে যারা জড়িত তাদের মুখোশ উন্মোচনের দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা।

শনিবার সকালে জাতীয় চার নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে কবরস্থানের মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পুরাতন জেলখানায় সেখানে চারনেতা নিহত হয়েছিলেন সেখানেও পরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। এ সময় শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নির্জন প্রকোষ্ঠে চার জাতীয় নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়।