সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক :

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে শনিবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশের কিশোররা। নেপালের ললিতপুরে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৩টায় শুরু হবে ম্যাচটি।

স্বাগতিক নেপাল ও মালদ্বীপকে পরাস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে বাংলাদেশ। সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বার ফাইনাল নিশ্চিত করে উচ্ছ্বাস, আশিকরা।

বয়সভিত্তিক ফুটবলে, এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ২০১৫ সালে শিরোপা জেতে লাল সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয় শিরোপার হাতছানি বাংলাদেশের। অন্যদিকে ২০১১ সালে চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের শিরোপা ঘরে তোলে পাকিস্তান। মাঝে তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে পাকিস্তান এবার পুরোপুরি প্রস্তুতি নিয়ে ফিরে এসেছে। কেননা গ্রুপ পর্বে তারা হারিয়েছে ভারত ও ভুটানকে। সেমিফাইনালে নেপালকে উড়িয়ে দিয়ে ফাইনাল। তাই শক্ত প্রতিপক্ষের মুখোমুখি দাড়িয়ে বাংলাদেশ।