যুক্তফ্রন্ট নির্বাচনে যাবে বলে আশাবাদী কাদের

যুক্তফ্রন্ট নির্বাচনে যাবে বলে আশাবাদী কাদের

শেয়ার করুন

PM-1-1নিজস্ব প্রতিবেদক :

বর্তমান সরকারের অধীনেই যুক্তফ্রন্ট নির্বাচনে যাবে বলে আশাবাদী আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের। যুক্তফ্রন্টের সাথে সংলাপ শেষে সাংবাদিকদের এমন কথা জানিয়েছেন তিনি।

সংলাপে অংশ নিতে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা: বদরুদ্দোজা চৌধুরী গণভবনে এসেছিলেন ফুলের তোড়া সঙ্গে নিয়ে।

এমন ছবিই বলে দেয় সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই শুরু হয় প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তফ্রন্টের সংলাপ।

গণভবনের ব্যাঙ্কুয়েট হলে ডা: বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে যুক্তফ্রন্টের যে একুশজন এসেছিলেন, তাদের মধ্যে ছিলেন বিকল্পধারায় মাত্র ক’দিন আগে যোগ দেয়া শমসের মবীন চৌধুরীও।

আর প্রধানমন্ত্রী সঙ্গে ১৪ দলের যেসব নেতা আগের দিন ঐক্যফ্রন্টের সংলাপে ছিলেন। তাদের অধিকাংশ ছিলেন এদিনও। সংলাপের শুরুতেই গণভবনে সবাইকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বললেন, সবার অংশগ্রহনমূলক নির্বাচনের জন্যই তার এই সংলাপ।

সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া প্রায় তিন ঘন্টার এই সংলাপ শেষে আওয়ামী লীগ সাধারন সম্পাদক বললেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিসহ যুক্তফ্রন্টের বেশিরভাগ দাবিই মেনে নিয়েছেন তারা।

সংবিধান সংশোধন বা পরিবর্তন করতে হয়, এমন কোন দাবি যুক্তফ্রন্ট করেনি বলেও জানান তিনি।

নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন করা হলেও তাদের ম্যাজেস্ট্রেসি পাওয়ার দেয়া হবেনা বলেও জানান তিনি।