পাহাড়িদের বাড়িতে আগুনের ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি অ্যামনেস্টির

পাহাড়িদের বাড়িতে আগুনের ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি অ্যামনেস্টির

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

রাঙামাটির লংগদুতে পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগ করার ঘটনার নিরপক্ষে তদন্তের দাবি জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

মঙ্গলবার তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের নীরব ভূমিকারও সমালোচনা করা হয়। অ্যামনেস্টি জানায়, অগ্নিসংযোগের সময় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‍উপস্থিত থাকলেও গ্রামবাসীদের সহায়তায় এগিয়ে যায়নি তারা।

বিবৃতিতে একটি নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের আহ্বান জানিয়ে অ্যামনেস্টি জানায়, এই তদন্তের ফল অবশ্যই জনসমক্ষে প্রকাশ করতে হবে এবং সন্দেহভাজন ও দায়ীদের বিরুদ্ধে সুষ্ঠু ও স্বচ্ছ বিচার করতে হবে।

অগ্নিসংযোগের ঘটনায় ৫ জুন পর্যন্ত পুলিশ ১২জনকে গ্রেফতার করেছে। সরকার ক্ষতিপূরণের আশ্বাসও দিয়েছে। সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানালেও ঘটনার প্রতিবাদে মানববন্ধনে বাধা দেয়া ও দুই চাকমা নাগরিককে আটক করায় পুলিশের সমালোচনা করেছে অ্যামনেস্টি।

গত ২ জুন রাঙামাটির লংগদু উপজেলায় যুবলীগের এক নেতা হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর সেখানকার পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়। হামলার পর লংগদু উপজেলায় ১৪৪ ধারা জারি করে রাঙামাটি জেলা প্রশাসন।