সন্ধ্যায় ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি দুই আবাহনী

সন্ধ্যায় ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি দুই আবাহনী

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক :

ফেডারেশন কাপের ফাইনালে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে ঢাকা আবাহনী ও চট্টগ্রাম আবাহনী। জয়ের প্রত্যাশা দু-দলের কোচ সাইফুল বারী টিটু ও দ্রাগো মামিচের। তবে ফেডারেশনের অগোছালো সূচীতে ক্ষুব্ধ আবাহনী কোচ।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে মৌসুমের প্রথম টুর্নামেন্টের ফাইনাল। ট্রফি জয়ের মিশন দুই আবাহনীরই। তবে দলীয় পারফরমেন্স এগিয়েই খাকছে ঢাকা আবাহনী। কেননা এফএ কাপের ম্যাচগুলো বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে আকাশী-নীল জার্সীধারীদের। যদিও জয় ধরা দেয় নি। তবে মোহনবাগান, মাজিয়ার মতো শক্ত প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ খেলার অভিজ্ঞতাও কাজে লাগাতে চাইবেন আবাহনী কোচ দ্রাগো মামিচ।

এদিকে প্রথমবার ফেডারেশন কাপের ফাইনালে চট্টগ্রাম আবাহনী। ঐতিহ্যের লড়াই। তাই মাঠে প্লেয়ারদের পারফরমেন্সের উপর জোর দিলেন তিনি। পাশাপাশি ঢাকা আবহনীকে সমীহ করলেন চট্টগ্রাম আবাহনী কোচ সাইফুল বারী টিটু। তবে আবাহনী ডার্বি- কে জিতবে তা হয়তো সময়ই বলবে। তরুণদের নিযে গড়া চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে টুর্নামেন্টের দশম শিরোপা ঘরে তোলাই বড় চ্যালেঞ্জ ঢাকা আবাহনীর।