কাতারগামী যাত্রী নিচ্ছে না ৫ দেশের এয়ারলাইন্স

কাতারগামী যাত্রী নিচ্ছে না ৫ দেশের এয়ারলাইন্স

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর কাতারগামী যাত্রী নিচ্ছে না প্রতিবেশী পাঁচটি আরব দেশের বিমান সংস্থাগুলো। ফলে ঢাকা থেকে যারা কাতার যাবেন, তারা এখন সৌদি এয়ারলাইন্স, এমিরেটস, ইতিহাদ, এয়ার এরাবিয়া ব্যবহার করতে পারছেন না। তবে কাতার এয়ারওয়েজের ফ্লাইট ঢাকা থেকে আগের সূচিতেই চলছে। বিমান বাংলাদেশও কাতারে তাদের ফ্লাইট বহাল রেখেছে।

সম্পর্ক ছিন্ন করার পর, সৌদি আরব তার আকাশসীমা কাতার এয়ারওয়েজসহ কাতারের বিমান সংস্থাগুলোর জন্য নিষিদ্ধ করেছে। আমিরাতের এমিরেটস, ইতিহাদ ও ফ্লাই দুবাই, বাহরাইনের গালফ এয়ারও তাদের দোহাগামী সব ফ্লাইট স্থগিত করেছে।

কাতার এয়ারওয়েজও বলছে, সৌদিগামী তাদের সব ফ্লাইট বন্ধ থাকবে। আমিরাতের আবুধাবী ভিত্তিক ইতিহাদ এয়ারলাইন্সের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক আল মাহমুদ শামীম জানান, তাদের যেসব ফ্লাইট কাতারের দোহায় যাবে, সেগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে।

শাহজালাল বিমানবন্দরে সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের কর্মকর্তারা জানান, কাতারে তাদের কোনো ফ্লাইট পরিচালনা করা হচ্ছে না। বাহরাইনের গালফ এয়ারও একই ঘোষণা দিয়েছে।