ভর্তি পরীক্ষায় জালিয়াতি: ছাত্রলীগ নেতাসহ ২১ জনকে জাবি থেকে বহিষ্কার

ভর্তি পরীক্ষায় জালিয়াতি: ছাত্রলীগ নেতাসহ ২১ জনকে জাবি থেকে বহিষ্কার

শেয়ার করুন

জাবিসাভার প্রতিনিধি :

ভর্তি পরীক্ষায় জালিয়াতি ও বিভিন্ন অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাসহ ২১ জনকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে একজনকে আজীবন ও বাকিদের সাময়িক বহিষ্কার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার আবু বকর সিদ্দিক জানান, ভর্তির জন্য টাকা লেনদেন করায় ছাত্রলীগের কামাল উদ্দিন হল শাখার  দফতর সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র এস এম শরীফ আহমেদ, গণিত বিভাগের  শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী নাজমুল হুদাকে সাময়িক বহিষ্কার করা হয়।

অপরদিকে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় নৃবিজ্ঞান বিভাগের মো. জাহিদুল ইসলামকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। এছাড়া ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আরও ১৮  শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত হয়।