ইংলিশ মিডিয়াম স্কুলে ভ্যাট অবৈধ : হাইকোর্ট

ইংলিশ মিডিয়াম স্কুলে ভ্যাট অবৈধ : হাইকোর্ট

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীদের টিউশন ফি’র ওপর সাড়ে সাত শতাংশ ভ্যাট নেওয়া অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী এবং বিচারপতি মজিবর রহমান মিঞার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

২০১৪ সাল পর্যন্ত ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষার্থীদের সাড়ে চার শতাংশ ভ্যাট দিতে হতো। ২০১৫ সালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে টিউশন ফি’র ওপর সাড়ে সাত শতাংশ ভ্যাট আরোপ করে সরকার। পরে আন্দোলনের পরিপ্রেক্ষিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভ্যাট প্রত্যাহার করা হয়। কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলে ভ্যাট থেকেই যায়। এ নিয়ে দুইজন অভিভাবক বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন।