কাতারের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় আন্তর্জাতিক অপরাধ আদালতের নিন্দা

কাতারের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় আন্তর্জাতিক অপরাধ আদালতের নিন্দা

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

কাতারের বিরুদ্ধে সৌদি আরবসহ ৬ দেশের জারিকৃত নিষেধাজ্ঞায় নিন্দা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আদালতের প্রধান আইনজীবী ফাতু বেনসুদা। রোববার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সাক্ষাতের পর এই নিন্দা জানান তিনি।

সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ এনে গত ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসর সহ কয়েকটি দেশ। তবে সন্ত্রাসে মদদ দেয়ার অভিযোগ  অস্বীকার করে আসছে কাতার। সম্পর্ক পুনর্গঠনে কাতারকে ১৩টি শর্ত বেধে দেয় সৌদি জোট।

কাতারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘কিউএনএ’ জানায়, এই সংকট মোকাবেলায় কাতারের পদক্ষেপের প্রশংসা করেছেন বেনসুদা। এসময় কাতার ও আইসিসির মধ্যে সহায়তা বৃদ্ধি করার বিষয়েও আলোচনা করেন তারা। সম্প্রতি মধ্যপ্রাচ্যের এই সংকট সমাধানে মধ্যস্থতায় প্রথম এগিয়ে আসে কুয়েত এবং যুক্তরাজ্য। সংকট সমাধানে মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী বরিস জনসন।