আলোকিত নারী

আলোকিত নারী

শেয়ার করুন

WhatsApp Image 2023-12-31 at 1.54.03 PM

শাহানা ইসলাম

” বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর । ”
জাতীয় কবির পংক্তিমালায় জীবন জয়ের পথধ্বনিতে প্রেরণা জাগে ।
সতীদাহ প্রথায় যখন নারীর শরীর জীবন্ত পুড়েছিল । সংস্কার নামক বেঁড়ি বাঁধে নারীর চাওয়া পাওয়ার বাসনা যখন চার দেয়ালের বন্দী চাতালে খুঁরে খুঁরে মরেছিল তখন মধ্যযুগের প্রাচীন প্রথার আচ্ছাদন ভেদ করে হাতে কলম তুলে নিয়েছিলেন মধ্যযুগের প্রথম মুসলিম মহিলা কবি রহিমুন্নিসা । অবন্তিকার আলোর মশাল হাতে উঠে এসেছিল বেগম রোকেয়া – ইলামিত্রের মত আলোকিত নারী । অন্ধকারের বুক চিঁরে তাঁরা যে আলোর মশাল জ্বালিয়েছিল তার পথ ধরে আদি হতে আজ অবধি এগিয়ে চলছে বাংলার মুক্তিকামী নারী কূলদ্বয় ।
দিলোয়ারা ইউসুফ সেই আলোকিত নারীদের একজন । নারীর অধিকার , জাতির পিতার আর্দশের আলোকে দেশ মাতাকে এগিয়ে নিয়ে যাবার অকুতোভয় সংগ্রামী মনোভাব তাঁর ভিতরে সৃষ্টি হয়েছিল পারিবারিক নৈতিক শিক্ষা বোধ হতে ।
দিলোয়ারা ইউসুফের পিতা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযোদ্ধাদের নিজ বাড়িতে আশ্রয় দিয়েছিলেন । মুক্তিযোদ্ধাদের খাবার সরবরাহ হতে আরম্ভ করে নানাবিধ কাজে সহযোগিতা করেছিলেন অত্যন্ত সাহসিকতার সঙ্গে । চট্টগ্রাম হাটহাজারী থানার কন্যা দিলোয়ারা ইউসুফ জাতির জনক বঙ্গবন্ধুর আর্দশে অনুপ্রাণিত হয়ে রাজনীতির মাঠে পর্দাপণ করেন । ১৯৭৯ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে হাটহাজারী আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মরহুম জননেতা এস . এম জামাল উদ্দিনের নির্বাচনী প্রচারনায় অংশ গ্রহন ও নির্বাচনী পোলিং এজেন্ট থাকার মধ্য দিয়ে রাজনীতিতে হাতে খড়ি । ১৯৮৬ ও ১৯৯১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ও প্রচারনা এবং পোলিং এজেন্টের দায়িত্ব পালন করেন । ১৯৯৪ সালে চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী চট্টলবীর আলহাজ্ব এ. বি.এম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে মহানগরীতে মহিলা আওয়ামী সংগঠক হিসেবে দলীয় প্রার্থীর বিজয়ের লক্ষ্যে মাঠ পর্যায়ে নিরলস পরিশ্রম করেন । ১৯৯৬ , ২০০১ ও ২০০৮ সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন সহ আওয়ামী লীগের অংশ নেয়া সকল স্হানীয় সরকার নির্বাচনে তিনি দলীয় প্রার্থীর পক্ষে কাজ করেছেন বিজয়ের লক্ষ্যে । দীর্ঘ দিন ধরে তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের রাজনীতিতে নিবেদিত প্রাণ সংগঠক হিসেবে সক্রিয় আছেন । শ্বশুর বাড়ি রাউজান আর বাবার বাড়ি হাটহাজারী হওয়ার সুবাদে চট্টগ্রাম উত্তর জেলার রাজনীতিতে ও তিনি নিবেদিত প্রাণে কাজ করে যাচ্ছেন । ২০১৩ সালে অনুষ্ঠিত চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলনে চট্টগ্রামের আওয়ামী রাজনীতির অভিভাবক বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলনে চট্টগ্রামের আওয়ামী রাজনীতির অভিভাবক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নির্দেশনা রাউজান হতে বার বার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি আধুনিক রাউজানের রূপকার এ.বি . এম ফজলে করিম চৌধুরীর আগ্রহে সম্মেলনে সভাপতি নির্বাচিত হন । সেই থেকে আজ পর্যন্ত তিনি এই দায়িত্বে থেকে উত্তর চট্টগ্রামের প্রতিটি উপজেলায় ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত মহিলা আওয়ামী লীগকে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করেছেন ।
২০১৩ সালের ১৪ ই এপ্রিল চট্টগ্রাম উত্তর জেলার মহিলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হবার পর তিনি তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন । ২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে জেলার আওতাধীন সকল সংসদীয় আসনে মহিলাদের নিয়ে সাংগঠনিক ভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনায় তিনি বিশেষ ভূমিকা রেখেছেন । বিরোধী দলের নৈরাজ্য অরাজকতা নিরসনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ নিয়ে রাজপথে সক্রিয় থাকার পাশাপাশি দেশের উন্নয়ন কল্পে কাজ করে যাচ্ছেন নিরলস ভাবে ।
১৯৯৮ সালে চট্টগ্রামে বঙ্গবন্ধু মহিলা পরিষদ গঠিত হলে চট্টগ্রামে তিনি সিনিয়র সহ – সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন । ২০১৬ সালে অনুষ্ঠিত চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে তিনি রাউজান, রাঙ্গুনিয়া , বোয়ালখালী ও পটিয়া ( আংশিক ) সংরক্ষিত ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্ধীতায় সদস্য নির্বাচিত হয়ে; রাঙ্গুনিয়া হতে বার বার নির্বাচিত সংসদ সদস্য মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ এবং রাউজান থেকে বার বার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি আধুনিক রাউজানের রূপকার এ .বি.এম ফজলে করিম চৌধুরী এবং বোয়ালখালী ও পটিয়া থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্যদের সাথে সমম্বয় করে জেলা পরিষদের সার্বিক কর্মকান্ড অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে পালন করে যাচ্ছেন । চট্টগ্রাম জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান এম .এ সালামের সুযোগ্য নেতৃত্ব ও পরিচালনায় চট্টগ্রাম জেলা পরিষদকে অবকাঠামোগত উন্নয়নের মডেল হিসেবে রূপান্তর করে যে অনন্য নজির স্হাপন করেছেন তার অন্যতম সহযোগী ছিলেন দিলোয়ারা ইউসুফ । চট্টগ্রাম জেলা পরিষদের উন্নয়ন কর্মকান্ড জনগনের দোড় গোড়ায় পৌঁছে দেয়া, মানবিক সহায়তা কার্যক্রম ও তৃণমূল জনপ্রতিনিধিদের সাথে আন্তরিক হৃদ্যতা বজায় রেখে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন ।
১৯৯১ সালের ঘূর্নিঝড়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে দূর্গত এলাকায় ত্রাণ বিতরন করা হতে আরম্ভ করে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজ গুণ দক্ষতার পরিচয় দিয়ে চলেছেন।
নারী ভগিনী নারী কন্যা জায়া জননী । নারী পুরুষের মাঝে বিভেদ – বিদ্বেষ মতানৈক্য যতই থাকুক না কেন নারী পুরুষের মাঝে এখনো প্রেম আছে বলেই পৃথিবী আজো জম্ম নিচ্ছে নব নব জাতি । প্রেমের আকিঞ্চনে আজো পৃথিবীতে ফুল ফুটে পাখি গান গেয়ে যায় । নারী স্বাধীনতা অধিকার আদায় কল্পে নারীর পাশে পুরুষের সহযোগিতা ভালোবাসার নির্দশন আদি হতে আজ অবধি বিদ্যমান । বিধবা বিবাহ প্রচলন করেন ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর । সতীদাহ প্রথা বন্ধে রাজা রাম মোহন রায়ের ভূমিকার কথা আজো ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে আছে । বেগম রোকেয়ার পাশে ছিলেন তাঁর বড় ভাই আর স্বামী সাখাওয়াত হোসেন । দিলোয়ারা ইউসুফের পদচারণায় অনুপ্রেরণা – সহযোগী হয়ে আছেন চট্টগ্রাম রাউজান নোয়াজিষ পুরের সম্ভ্রান্ত করিম শিকদার বাড়ির কৃতি সন্তান তাঁর স্বামী এক সময়ের প্রগতিশীল ছাত্র নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী ও সমাজ সেবক আলহাজ্ব মুহাম্মদ ইউসুফ শিকদার । দুই সন্তানের জননী দিলোয়ারা ইউসুফের ছেলে ডাঃ কে .এম রাসেল এম .বি. বি. এস , বি সি এস ( স্বাস্হ্য ) এম এস ( অর্থো ) চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অর্থোপেডিক্স সার্জারী বিভাগের রেজিস্ট্রার ও মেয়ে ডাঃ ফাহমিদা ইউসুফ এম .বি . বি .এস , এফ . সি . পি . এস , এম এস ( গাইনী এন্ড অবস্ ) চট্টগ্রাম ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালের কনসালটেন্ট । সংসার ধর্ম পালন করে সামাজিকতা রক্ষা করে সমাজ চিত্র পরিবর্তন তথা রাজনীতির মাঠে পদচারণাটা একজন নারীর জন্য কষ্টকর হলে ও বিবর্তনের স্রোত ধারায় যারা এগিয়ে চলেছেন তাদের আদর্শ অনুসরণ করে দক্ষতা ও কর্মগুণে দিলোয়ারা ইউসুফ আজ নিজ প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন ।
তিনি রাজনীতির বাইরে ও চট্টগ্রাম রাউজান ফতেনগর নোয়াজিষপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয়, নোয়াজিষপুর এডুকেশন সোসাইটি ও তিতাগাজী ( রাঃ ) জনকল্যাণ সংস্হার দাতা সদস্য এবং মুসলিম এডুকেশন সোসাইটি, কদম মোবারক মুসলিম এতিমখানা, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ ডায়াবেটিকস সমিতি, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, লায়ন ব্লাড ব্যাংক, কিডনী ফাউন্ডেশন, আঞ্জুমানে মফিদুল ইসলাম, চট্টগ্রাম লেডিস ক্লাব, চট্টগ্রাম একাডেমী, চট্টগ্রাম লেখিকা সংঘ ও বাংলাদেশ মহিলা সমিতির আজীবন সদস্য । এছাড়া ও তিনি চট্টগ্রাম চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজ ও চট্টগ্রাম ওমেন চেম্বার অব কর্মাস এর সদস্য ।
নারী উন্নয়ন , সমাজ পরিবর্তনের আঁতুরের ইতিহাস পাওয়া যায় ইতিহাসের পাতায় ! বাংলার মাটি হতে শত্রুমুক্ত করতে একাত্তরে এই দেশের নারীরা ও বার হাত শাড়ির আঁচলে কোমর বেঁধে অস্ত্র হাতে মাঠে নেমেছিলেন । বাংলার সমাজ ব্যবস্হার পরতে পরতে জড়িয়ে থাকা নির্মমতা – বিবর্ণতা – অন্ধকার দূরীকরণে; বিবর্তনের বলয়ে সমাজ তথা দেশের উন্নয়নে দিলোয়ারা ইউসুফের মত নারীরা যে ভূমিকা রেখে চলেছেন তার ধারাবাহিকতায় এদেশের আপামর জনগোষ্টীর দোরগোড়ায় জাতির জনকের আদর্শের আলো প্রজ্জ্বলিত হবে তা নিঃসন্দেহে বলা যায় ।
জয় বাংলা । জয়তু বঙ্গ নারী !