‘রামপাল বিরোধীদের প্রযুক্তিজ্ঞান নেই’

‘রামপাল বিরোধীদের প্রযুক্তিজ্ঞান নেই’

শেয়ার করুন

%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a6

নিজস্ব প্রতিবেদক :

রামপাল বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে আসা ইউনেস্কোর প্রতিনিধিদলের সদস্য বা এদেশে যারা এই প্রকল্পের বিরোধিতা করছেন, তারা বিদ্যুৎ খাতের বিশেষজ্ঞ নন বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘এনার্জি অ্যান্ড পাওয়ার ম্যাগাজিন’ আয়োজিত সেমিনারে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে ইউনেস্কোতে একটি প্রতিনিধিদল পাঠানো হয়েছে।

২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, রামপাল নিয়ে রাজনীতি করা হচ্ছে। দেশের উন্নয়নে ইতিবাচক হওয়ার আহবানও জানান প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, আগামী ৩ বছরের মধ্যে ৭০ ভাগ আবাসিক ইউনিট এলপিইজি’র আওতায় নিয়ে আসা হবে।