দিনাজপুরের শিশুটির চিকিৎসার ব্যয় বহন করবে সরকার

দিনাজপুরের শিশুটির চিকিৎসার ব্যয় বহন করবে সরকার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

দিনাজপুরে ধর্ষণের শিকার শিশুর চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন করবে সরকার। শিশুটির সংক্রমণ রক্তের মাধ্যমে সারা শরীরে যেন ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য তাকে পুষ্টিকর খাবার দিচ্ছেন চিকিৎসকরা।

dmch dhaka-medical-college-hospital ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল
ফাইল ছবি

বৃহস্পতিবার সকালে শিশুটির যথাযথ চিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের গাইনি বিভাগের অধ্যাপক ডা. ফেরদৌসি ইসলামকে প্রধান করে ৯ সদস্যবিশিষ্ট মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

বোর্ডের সদস্যরা জানান, শিশুটি মানসিকভাবে বিপর্যস্ত। শারীরিক আঘাত থাকলেও ধীরে ধীরে উন্নতি হচ্ছে। শিশুটির বাবা জানান, মেয়ের চিকিৎসাসহ যাবতীয় খরচ সরকারের বহন করার সিদ্ধান্তে তিনি ভরসা পাচ্ছেন।

ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন শিশুটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয় বুধবার সকালে। এর আগে তাকে চেতনানাশকের মাধ্যমে অজ্ঞান করে নেওয়া হয়।

মেডিক্যাল বোর্ডের সদস্য ও শিশু সার্জারি বিভাগের প্রধান ডা. আশরাফ-উল হক বলেন, ধারালো অস্ত্র দিয়ে শিশুটির প্রজনন অঙ্গ ক্ষতবিক্ষত করা হয়েছে। এ জন্য তার সংক্রমণ নিয়ন্ত্রণের বিষয়টিতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তার শরীরে অস্ত্রোপচারের জন্য এক থেকে দুই মাস অপেক্ষা করতে হবে।

শিশুটিকে ধর্ষণের অভিযোগে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামি আফজাল এখনো পলাতক।