দুর্নীতির মামলায় রানার তিন বছরের জেল

দুর্নীতির মামলায় রানার তিন বছরের জেল

শেয়ার করুন

Sohel-Ranaনিজস্ব প্রতিবেদক:

সাভারের বিধ্বস্ত ভবন রানা প্লাজার মালিক সোহেল রানাকে দুর্নীতির মামলায় তিন বছরের জেল দিয়েছেন আদালত। সেই সাথে পঞ্চাশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দুপুরে ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস এই রায় দেন। রানা এবং তাঁর স্বজনদের সম্পত্তির তথ্য নির্দিষ্ট সময়ে জমা না দেওয়ায় এই মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন।

রানা প্লাজা দুর্ঘটনায় হাজারের বেশি মানুষের মৃত্যুর কয়েকদিন পর, পলাতক রানাকে গ্রেপ্তার করে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী। কারাগারে থাকা অবস্থায় দুদক রানাকে সম্পত্তির তথ্য দিতে নোটিশ দেয়। কিন্তু নির্ধারিত সময়ে তথ্য না দেয়ায় রানাকে এই সাজা দিল আদালত।