অস্ট্রেলিয়াকে ২৬৫ রানের টার্গেট দিল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে ২৬৫ রানের টার্গেট দিল বাংলাদেশ

শেয়ার করুন

Bangladeshi cricket captain Mushfiqur Rahim (L) plays a shot as the Australian wicketkeeper Matthew Wade (R) looks on during the third day of the first Test cricket match between Bangladesh and Australia at the Sher-e-Bangla National Cricket Stadium in Dhaka on August 29, 2017. / AFP PHOTO / MUNIR UZ ZAMAN

স্পোর্টস ডেস্ক :

মিরপুরে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য ২৬৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২২১ রানে অল-আউট হয়েছে বাংলাদেশ।

আগের দিনের ১ উইকেটে ৪৫ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। কিন্তু নাইট ওয়াচম্যান হিসেবে নামা তাইজুল বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি তামিমকে। তাইজুল বিদায় নেন ৪ রান করে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হন ইমরুল কায়েস। ২ রানে, লাথান লায়নের শিকার হন তিনি।

এরপর মুশফিকুর রহিম যোগ্য সাপোর্ট দেন তামিম ইকবালকে। নিজের পঞ্চশতম টেস্টে, প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও হাফ সেঞ্চুরির দেখা পান তামিম। কিন্তু সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে কামিন্সের লাফিয়ে উঠা এক বলে তামিম বিদায় নেন ৭৮ রানে।

এরপর সাকিবও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। তিনি আউট হন ৫ রানে।

MIRPUR, BANGLADESH - AUGUST 29: Nathan Lyon of Australia celebrates taking the wicket of Mushfiqur Rahim of Bangladesh during day three of the First Test match between Bangladesh and Australia at Shere Bangla National Stadium on August 29, 2017 in Mirpur, Bangladesh. (Photo by Robert Cianflone/Getty Images)

সাকিবের আউটের পর চাপে পড়া বাংলাদেশকে চাপমুক্ত করতে থাকেন মুশফিক এবং সাব্বির। দুজনে দারুণ খেলে ৪৩ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। কিন্তু এরপরই মুশফিকের দুর্ভাগ্যজনক রানআউটে বিপদে পড়ে বাংলাদেশ। সাব্বির শট লিয়নের হাতে লেগে অপরপ্রান্তের স্ট্যাম্প ভেঙ্গে যায়। মুশফিক ক্রিজের বাইরে থাকায় আউট হয়ে ফেরেন। দলের রান তখন ১৮৬। ওই রানেই শূণ্য রানে নাসির আর ২২ রান করা সাব্বির বিদায় নিলে চাপে পড়ে বাংলাদেশ।

নবম উ্ইকেটে শফিউলকে নিয়ে মিরাজ মূল্যবান ২৮ রান সংগ্রহ করে লিডটাকে আড়াইশ পার করেন। এরপর শফিউল আউট হন ২১৪ রানে। আর শেষে মেরে খেলতে নিয়ে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন মিরাজ।

ম্পিন স্বর্গে লিয়ন ৮২ রানে নেন ৬ উইকেট। অপর স্পিনার অ্যাগার নেন দুটি উইকেট।

এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে করে ২৬০ রান। আর অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে অলআউট হয় ২১৭ রানে।