শিক্ষার্থীদের পড়াশোনায় আন্তরিক হতে প্রধানমন্ত্রীর পরামর্শ

শিক্ষার্থীদের পড়াশোনায় আন্তরিক হতে প্রধানমন্ত্রীর পরামর্শ

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

কত শতাংশ পাস করেছে, সেটা বড় বিষয় নয়। বরং শিক্ষার্থীদের আন্তরিক হতে হবে পড়াশোনায়। এমন পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে গণভবনে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যে, শিক্ষার্থীরা যেন কোনভাবেই জঙ্গিবাদ বা মাদকে না জড়ায়, অভিভাবকদের সেই ‘গাইডলাইন’ও দিতে বলেন।

প্রধানমন্ত্রী ভাল ফলাফল অর্জনকারীদের অভিনন্দন জানান। তবে যারা কৃতকার্য হতে পারেননি তাদেরকে উৎসাহ দেয়ার কথা বলেন তিনি। জানান, যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাকে আধুনিকায়নে কাজ করছে সরকার। গুরুত্ব দিচ্ছে বিজ্ঞান শিক্ষার উপর।