থাকতে না পারলে চলে যান: অভিবাসীদের ডাচ প্রধানমন্ত্রী

থাকতে না পারলে চলে যান: অভিবাসীদের ডাচ প্রধানমন্ত্রী

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

স্বাভাবিক জীবনযাপন করতে না পারলে এবং মূল্যবোধ পছন্দ না হলে অভিবাসীদের দেশ ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুট। সোমবার গণমাধ্যমে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, যারা দেশটির মূল্যবোধকে পছন্দ করেন না, তাদের দেশ ছেড়ে চলে যাওয়া উচিত।

নেদারল্যান্ডসে সাধারণ নির্বাচনের যখন মাত্র কয়েক সপ্তাহ বাকি, তখনই এমন মন্তব্য করলেন রুট। ডাচ প্রধানমন্ত্রী রুট অভিবাসীদের উদ্দেশ্য করে বলেন, হয়তো কেউ নিজেদের ধর্মীয় মূল্যবোধ থেকে নারীদের সঙ্গে হাত মেলান না। কিন্তু এটাই তাদের মূল্যবোধ। রুটের দাবি, অভিবাসীরা স্বাধীনতার কথা বলে নিজ সংস্কৃতি ডাচদের ওপর চাপিয়ে দিচ্ছে।

চলতি বছরের মার্চেই নেদারল্যান্ডসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর জনমত জরিপে এগিয়ে, মার্ক রুটের অভিবাসন বিরোধী উগ্র ডানপন্থী মতাদর্শে বিশ্বাসী ফ্রিডম পার্টি।