পুলিশকে সতর্ক থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর

পুলিশকে সতর্ক থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

দেশে আবারো জঙ্গি হামলা হতে পারে বলে আশংকা প্রকাশ করে, পুলিশ কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ যখন উন্নতি করতে থাকে, তখনই ষড়যন্ত্র শুরু হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই অনুষ্ঠানে, গাইবান্ধার এমপি মনিরুজ্জামান লিটনের হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী, জনপ্রতিনিধিদের নিরাপত্তায় পুলিশ প্রশাসনকে সতর্ক থাকারও নির্দেশ দেন। সম্প্রতি জঙ্গি দমনে পুলিশের তৎপরতার প্রশংসাও করেন তিনি।

জঙ্গিবাদ দমনে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যদের আরও উন্নত প্রশিক্ষণের পাশাপাশি উন্নতমানের সরঞ্জাম আনা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। পুলিশের আধুনিকায়নের অংশ হিসেবে এর জনবল বাড়ানোর পাশাপাশি, এই বাহিনীর জন্য যানবাহনও কেনা হচ্ছে বলেও জানান তিনি। আবারো পুলিশকে ‘জনগণের বন্ধু’ হিসেবে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।