রোহিঙ্গা সংকট নিরসনে সময় চাইছে মিয়ানমার সরকার

রোহিঙ্গা সংকট নিরসনে সময় চাইছে মিয়ানমার সরকার

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক মহলের কাছে আরো সময় চেয়েছে মিয়ানমার সরকার। দেশটির উপ-প্রতিরক্ষা প্রধান রিয়ার অ্যাডমিরাল মিন্ত নয়ি জানান, রাখাইন রাজ্যের রোহিঙ্গা সংকট ও সমস্যা নিয়ে সরকার পুরোপুরি অবহিত।

তার সরকার, রোহিঙ্গা সমস্যার সমাধান ও অপরাধীদের শাস্তি দিতে অঙ্গীকারাবদ্ধ। তাই এই সংকট নিরসনে সময় প্রয়োজন। সিঙ্গাপুরে সিকিউরিটি ফোরামে নয়ি বলেন, রোহিঙ্গা নিপীড়নের বিষয়টি সরকার অবহেলার চোখে দেখছে না। নিরীহ জনগণের অধিকার ক্ষুণ্ন হলে সরকার দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।

রোহিঙ্গা সংকটের সুযোগ নিতে পারে চরমপন্থীরা। তাই মিয়ানমার ও বিশ্বকে সমস্যার স্থায়ী সমাধানে সময় দিতে হবে। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনীর নির্যাতন ও নিপীড়ন আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগ তৈরি করে। শেষ পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে সময় চাইল মিয়ানমার।