কনসার্ট থামিয়ে তরুণীর শ্লীলতা রক্ষা করলেন আতিফ

কনসার্ট থামিয়ে তরুণীর শ্লীলতা রক্ষা করলেন আতিফ

শেয়ার করুন

atif-aslam-আতিফ আসলামবিশ্ব সংবাদ ডেস্ক:

নিজের কনসার্টে এক তরুণীকে শ্লীলতাহানির হাত থেকে বাঁচালেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। মাঝপথে কনসার্ট থামিয়ে ইভ টিজারদের হাত থেকে তিনি রক্ষা করেন ওই তরুণীকে। এরপরই ভক্তের সংখ্যা আরও বেড়ে গিয়েছে তাঁর।

করাচিতে গত শনিবার ‘করাচি ইট ২০১৭’ অনুষ্ঠানে পারফর্ম করছিলেন বিখ্যাত পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। বলিউডেও অনেক হিট গান রয়েছে তাঁর গলায়। অনুষ্ঠান চলাকালীনই তিনি খেয়াল করেন যে সামনের সারিতে বসা এক তরুণীকে উত্যক্ত করছে কয়েকজন যুবক। কনসার্টের চড়া মিউজিকে চেঁচিয়ে কারও দৃষ্টি আকর্ষণ করতে পারছিলেন না ওই তরুণী। এমন সময়ই এই ঘটনা নজরে পড়ে আতিফ আসলামের।

মাঝপথে গান থামিয়ে স্টেজ থেকে নিচে নেমে যান তিনি। কড়া ভাষায় বকাবকি করেন ইভ টিজারদের। মহিলাদের সম্মান করা শিখতে আর কতদিন লাগবে, তা জিজ্ঞেস করেন তিনি। বাউন্সারদের দিয়ে এরপর নিরাপদে ওই তরুণীকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। তবে এই ঘটনা নিয়ে মুখ খুলতে চাননি অনুষ্ঠানের উদ্যোক্তারা।