জিন্নাহ খানের মিউজিক্যাল ফিল্ম বৃষ্টির কান্না

জিন্নাহ খানের মিউজিক্যাল ফিল্ম বৃষ্টির কান্না

শেয়ার করুন

JINNAH KHAN

আধুনিক গানের বাজার জিন্নাহ খান এক পরিচিত নাম।৯০ দশকের শেষ থেকে ২০০৫ সাল পর্যন্ত দেশের বিভিন্ন অডিও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তার প্রায় ১৫টি একক অডিও অ্যালমসহ বেশ কিছু মিশ্র অ্যালবাম প্রকাশিত হয়েছে। সেইসংগে ওই সময় বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি টেলিভশনেও গান নিয়ে ছিল তার সরব উপস্থিতি। এরপরই জিন্নাহ খান পাড়ি জমান সুদূর আমেরিকায়। বর্তমানে মিশিগানে রয়েছেন। সংগীত তার নেশা-পেশা দুটোই। কালের আবর্তনে হারিয়ে গেছে দেশের অডিও ইন্ডাষ্ট্রি। এখন সংগীত প্রকাশের বড় মাধ্যম ইউটিউব চ্যানেল। অন্যসব শিল্পীদের মতই জিন্নাহ খানের নতুন নতুন গান নিয়মিত প্রকাশ হয়ে থাকে তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘জেড মিউজিক আর্ট’ থেকে। ঈদ উপলক্ষে এবার জিন্নাহ খান তার চ্যানেল থেকে মুক্তি দিয়েছেন ভিন্নধারার মিউজিক্যাল ফিল্ম ‘বৃষ্টির কান্না’। বাস্তব ভিত্তিক কাহিনী নির্ভর এই মিউজিক্যাল ফিল্মে রয়েছে জিন্নাহ নতুন দুটি গান। এর একটি এককভাবে একটি দ্বৈতভাবে গেয়েছেন তিনি। দ্বৈত গানে তার সহশিল্পী আমেরিকা প্রবাসি আরেক গায়িকা এস আর নদী। বলা যায়, এই দ্বৈত গানের মাধ্যমে নদীকে গানের জগতে আরেকধাপ এগিয়ে দিলেন জিন্নাহ খান। তিনি বলেন, মিষ্টি কণ্ঠের গায়িক নদী আমেরিকা প্রবাসীদের কাছে বেশ জনপ্রিয়। বৃষ্টির কান্না’য় আমার সঙ্গে তার দ্বৈত গানটি মুগ্ধ করবে সবমহলের শ্রোতাকেই। জিন্নাহ বলেন, দীর্ঘদিন আমেরিকা থাকলেও বাংলা গানের প্রসারে সবসময়ই তৎপর তিনি। দিন দিন তার ইউটিউব চ্যানেলের জনপ্রিয়তা বাড়ছে। ফলে নিয়মিত নতুন নতুন গান প্রকাশ করে যাচ্ছেন তিনি।

বৃষ্টির কান্না মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন অসংখ্য গানের ভিডিও নির্মাতা এ বাবুল। গল্প লিখেছেন আল আমিন স্বপন।অভিনয় করেছেন, তন্ময় সোহেল, তায়েবা ওইশিসহ অনেকেই।