ইমন হত্যার মূল রহস্য অন্ধকারে; আটক তিন

ইমন হত্যার মূল রহস্য অন্ধকারে; আটক তিন

শেয়ার করুন

এম কামরুজ্জামান,সাতক্ষীরা:

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান ইমন হত্যার মূল রহস্য এখনও পর্যন্ত উদঘাটন করতে পারেনি পুলিশ। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে।

ইমন হত্যার ঘটনায় তার চাচা আলম বাদী হয়ে মঙ্গলবার রাতে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ হোসেন মোল্লা জানান, এ হত্যা কান্ডের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য কাজ করে যাচ্ছে। এ ঘটনায় তার চাচা আলম বাদী হয়ে অজ্ঞাত নামা আসামীদের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছে।

উল্লেখ্য, মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের আমতলা বিলের মৎস্য ঘের থেকে জেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক হাসিবুল হাসান ইমনের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে খুলনা আজম খাঁন কমার্স কলেজের ছাত্র ও সাতক্ষীরা শহরের সুলতানপুর গ্রামের শেখ ইকবাল হাসান লিটনের ছেলে।