মূলধন ঘাটতি পূরণে পূণ:অর্থায়নের পথ বেছে নিলেন অর্থমন্ত্রী

মূলধন ঘাটতি পূরণে পূণ:অর্থায়নের পথ বেছে নিলেন অর্থমন্ত্রী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর মূলধন ঘাটতি পূরণে এবারও পূণ:অর্থায়নের পথ বেছে নিলেন অর্থমন্ত্রী। বরাদ্দ রাখলেন ২ হাজার কোটি টাকার তহবিল। এছাড়া ব্যাংক লেনদেনের ক্ষেত্রে আগে থেকেই চালু থাকা আবগারি শুল্ক হার বাড়িয়ে পুনর্বিন্যাস করা হয়েছে প্রস্তাবিত বাজেটে।

বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে  অর্থমন্ত্রী জানান, কোনো ব্যাংক একাউন্টে যদি বছরে ১ লাখ টাকা পর্যন্ত লেনদেন হয় তাহলে কোনো আবগারি শুল্ক দিতে হবে না। তবে ১০ লাখ টাকা পর্যন্ত লেনদেন হলে দিতে হবে ৮ শ টাকা। একইভাবে ১ কোটি টাকা পর্যন্ত লেদেনের ক্ষেত্রে আড়াই হাজার টাকা, ৫ কোটি পর্যন্ত ১২ হাজার টাকা এবং এর উর্ধ্বে লেনদেন হলে বার্ষিক ২৫ হাজার টাকা আবগারি শুল্ক দিতে হবে একাউন্ট হোল্ডারকে। অর্খাৎ একই অর্থবছরে কোনো ব্যক্তি যদি তার ব্যাংক এক্যাউন্টে মাত্র ৫০ হাজার  ১ টাকা জমা রাখেন এবং উত্তোলন করেন তাহলে বছর শেষে তার একাউন্ট থেকে আবগারি শুল্ক বাবদ ৮০০ টাকা কাটা হবে।