যেসব পণ্যের দাম বাড়ছে, কমছে

যেসব পণ্যের দাম বাড়ছে, কমছে

শেয়ার করুন

প্রতিটি বাজেটের পরই বিভিন্ন পণ্যের দাম বাড়ে কমে। কোনও পণ্যের উপর নতুন করে ভ্যাট আরোপ করলে দাপ বাড়ে। তেমেনি ভ্যাট কমালে ওইসব পণ্যের দাম কমে। এবারও তেমনি বাজেটের পর কিছু পণ্যের দাম বাড়বে আবার কিছু পণ্যের দাম কমবে।

দাম বাড়ছে ফাস্টফুডের। কারণ এবারের বাজেটে এই খাতে সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। মসলার মতো নিত্য প্রয়োজনীয় পণ্যেরও দাম বাড়বে।

দ্বিগুণ হচ্ছে উড়োজাহাজ ভ্রমণের ওপর থাকা ভ্যাটের হার। কাজেই সার্ক অঞ্চল ছাড়া অন্যান্য দেশে উড়োজাহাজে ভ্রমণে বেশি খরচ হবে। এছাড়াও দাম বাড়ার তালিকায় থাকছে বিড়ি ও সিগারেটসহ সব ধরনের তামাকজাত পণ্য, থ্রি হুইলার, ব্যাটারিচালিত মোটর গাড়ি, সোলার প্যানেল, আমদানি করা সফটওয়্যার, পোল্ট্রি ফিড, মডেম, মেমোরি কার্ড, আমদানি করা ইলেকট্রনিক যন্ত্রাংশসহ আরো বেশ কিছু পণ্য।

অন্যদিকে দাম কমার তালিকায় থাকছে হাইব্রিড গাড়ি, এলপিজি গ্যাস সিলিন্ডার, ক্যান্সারের ওষুধ, ব্যাটারি, দেশে সংযোজিত মোটর সাইকেল, এসি এবং কম্পিউটারের যন্ত্রপাতিসহ আরো বেশ কিছু পণ্য।