নিউ ইয়র্কে হাসপাতালে বন্দুকধারীর হামলা এক নারী চিকিৎসক নিহত

নিউ ইয়র্কে হাসপাতালে বন্দুকধারীর হামলা এক নারী চিকিৎসক নিহত

শেয়ার করুন

_96751958_de27-1
বিশ্বসংবাদ ডেস্ক :

নিউ ইয়র্কের ব্রঙ্কস বরো শহরের একটি হাসপাতালে বন্দুকধারীর হামলায় এক নারী চিকিৎসক এবং ওই হামলাকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। হামলাকারীর নাম হেনরি বেলো। তিনি ওই হাসপাতালের সাবেক চিকিৎসক।

পুলিশ জানায়, গোলাগুলির পর নিজে আত্মহত্যা করেন হেনরি। স্থানীয় সময় শুক্রবার দুপুর পৌনে তিনটার দিকে ১ হাজার শয্যা বিশিষ্ট ব্রঙ্কস লেবানন হাসপাতালের ১৬ ও ১৭ তলায় বন্দুক নিয়ে হামলা চালায় হেনরি।

এলোপাথাড়ি গুলিতে ৩জন চিকিৎসকসহ আরও অনেকেই আহত হন। তাদের ওই হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে। কয়েক জনের অবস্থা আশংকাজনক। কাজে অবহেলার দায়ে ২০১৫ সালে হেনরি বেলোকে বরখাস্ত করা হয়। পরে তিনি চাকরি ছেড়ে দেন। হঠাৎ কেন এমন হত্যাকাণ্ড করলেন তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।