শিশু ওমরান দাকনিশের ছবিটি ছিল অপপ্রচার!

শিশু ওমরান দাকনিশের ছবিটি ছিল অপপ্রচার!

শেয়ার করুন

732588বিশ্বসংবাদ ডেস্ক :

সিরিয়ায় বোমা হামলায় রক্তাক্ত আর ধুলোবালি মেশানো মুখের শিশু ওমরান দাকনিশের সেই ছবিটি ছিল অপপ্রচার। মঙ্গলবার বিবিসির কাছে এই দাবি করেন তার বাবা।

গত বছরের আগস্টে ওমরানের মাথাভর্তি ধূলি ও রক্তাক্ত মুখের ভিডিও ভাইরাল হয়। বলা হয়, আলেপ্পো শহরে সরকারি বাহিনীর বিমান হামলায় বিধ্বস্ত বাড়ির ধ্বংসস্তূপ থেকে ওমরানকে উদ্ধার করা হয়। তার সেই ছবি ও ভিডিও বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছিল। তখন বলা হয়, সরকারি বাহিনীর বিমান হামলায় ওমরানের এই দশা হয়েছে।

কিন্তু এখন ওমরানের বাবা ভিন্ন কথা বলছেন। ওমরান এখন আলেপ্পোয় তাদের নতুন বাড়িতে পরিবারের সঙ্গে আছে। ওমরানের বাবা মোহাম্মদ দাকনিশ জানান, তার ছেলেকে প্রচারণায় ব্যবহার করা হয়েছে। বিরোধী গোষ্ঠী তার রক্ত নিয়ে ব্যবসা করতে চেয়েছিল। ওমরানের বাবা বলেন, তখনকার হামলায় তার ছেলে মাথায় সামান্য আঘাত পায়।