প্রবৃদ্ধির সংখ্যা বাড়াতে গিয়ে গুরুত্বপূর্ণ খাতে মনযোগ হারাচ্ছে সরকার

প্রবৃদ্ধির সংখ্যা বাড়াতে গিয়ে গুরুত্বপূর্ণ খাতে মনযোগ হারাচ্ছে সরকার

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

প্রবৃদ্ধির সংখ্যা বাড়াতে গিয়ে সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে মনযোগ হারাচ্ছে। বিশেষ করে কর্মসংস্থান ও শিক্ষা খাতে সরকারকে প্রকল্পভিত্তিক কর্মসূচি নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সকালে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের প্রত্যাশা, প্রাপ্তি আর চ্যালেঞ্জ নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক ও ইনস্টিটিউট ফর ইনফরমেটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট। অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের রাজস্ব নির্ভর বাজেটে সাধারণ মানুষের চাহিদার প্রতিফলন নেই।

প্রবৃদ্ধির সংখ্যা বাড়াতে গিয়ে সরকার রেমিট্যান্স, শ্রম খাত, ব্যাংকিং খাতের সুশাসন ও প্রান্তিক জনগোষ্ঠীর মানোন্নয়নে পিছিয়ে পড়ছে। বেকারত্ব কমানো ও শিক্ষার মান বাড়াতে সরকারকে কার্যকর প্রকল্প হাতে নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের।