এটাই সুচির শেষ সুযোগ: জাতিসংঘ মহাসচিব

এটাই সুচির শেষ সুযোগ: জাতিসংঘ মহাসচিব

শেয়ার করুন

_97835305_5e2e1bba-3c92-41eb-ba8f-aa7da0ccb9b6নিজস্ব প্রতিবেদক :

চলমান রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের সেনাবাহিনীর ওপর, অং সান সুচির হস্তক্ষেপ করার এটাই শেষ সুযোগ বলে মনে করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

বিবিসির হার্ডটক অনুষ্ঠানে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, সূচি গুরুত্বপূর্ণ ভূমিকা না রাখা পর্যন্ত, সংকটময় এই পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে।গুতরেসমঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি। জাতিসংঘ মহাসচিব আশা প্রকাশ করেন, এই ভাষণেই রোহিঙ্গা সকংট সমাধাণের ঘোষণা দেবেন সুচি। পরিস্থিতি থেকে উত্তরণে এটাই হবে তার জন্য শেষ সুযোগ। আর দুর্ভাগ্যক্রমে যদি তিনি তা না পারেন তাহলে, এর ভবিষ্যৎ কী ভয়ঙ্কর হবে- তা কল্পনাতীত।

অ্যান্তোনিও গুতেরেস জানান, মিয়ানমারের সেনাবাহিনীর ওপর চাপ সৃষ্টির সুযোগ জাতিসংঘের আছে। তবে সামনে পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে, সব ধরণের চাপ সৃষ্টি ছাড়া কোনো উপায় থাকবে না। অবিলম্বে পালিয়ে যাওয়া রোহিঙ্গা নাগরিকদের নিজ ভূমিতে ফেরার সুযোগ দেয়ার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।