কংগোতে সরকারি বাহিনীর গুলিতে ৩৬ শরণার্থী নিহত

কংগোতে সরকারি বাহিনীর গুলিতে ৩৬ শরণার্থী নিহত

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:

কংগোতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে  বুরুন্ডির ৩৬ জন শরণার্থী নিহত হয়েছে। আহত হয়েছেন ১১৭ জন। শুক্রবার ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলীয় বুরুন্ডি সীমান্তবর্তী কামানিয়োলা শহরে ওই ঘটনা ঘটে।

জাতিসংঘের দূত মামান সিদিকু জানান, দেশটির সরকারি বাহিনী বুরুন্ডি শরনার্থীদের ওপর নির্মমভাবে গুলি চালায় এবং এতে ওই হতাহতের ঘটনা ঘটে। এতে সরকারি বাহিনীর একজন কর্মকর্তাও নিহত হন। আলজাজিরা জানায়, কঙ্গোতে অবস্থানরত বুরুন্ডি শরণার্থীদের দেশে পাঠানোর পরিকল্পনা নিলে ওই সংঘর্ষ শুরু হয়।

২০১৫ সালের এপ্রিলে বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরি নকুরুনজিজা তৃতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট থাকার ঘোষণা দিলে বিষয়টিকে অসাংবিধানিক দাবি করে বিরোধীরা অআন্দোলন শুরু করে।

এতে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়লে চার লাখেরও বেশি বুরুন্ডিবাসি দেশ ছেড়ে প্রতিবেশী কঙ্গোতে আশ্রয় নিতে বাধ্য হন।