কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ৩ ভারতীয় সেনাসহ নিহত ৬

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ৩ ভারতীয় সেনাসহ নিহত ৬

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের একটি সেনাক্যাম্পে সন্ত্রাসীদের আত্মঘাতি হামলায় অন্তত ৩ সেনাসদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুই ভারতীয় সেনা।

nagrotaপাল্টা হামলায় তিন সন্ত্রাসীও মারা গেছে। সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর লড়াই চলছে। মঙ্গলাবার ভোরের দিকে বোমা, গ্রেনেড এবং ভারী অস্ত্র নিয়ে জম্মু জেলার নাগ্রোতা এলাকায় একটি সেনাক্যাম্পে গ্রেনেড হামলা চালায় সন্ত্রাসীরা। সেই সঙ্গে গুলিও করতে থাকে। তিনজন সন্ত্রাসী ওই এলাকায় এখনো লুকিয়ে আছে জানিয়ে তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী।

হামলার পর তারা পুরো এলাকা ঘিরে রেখেছে। এলাকার সমস্ত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত নাগ্রোতা এলাকাটি জম্মু শহর থেকে ২০ কিলোমিটার দূরে।

এদিকে, জম্মু ও কাশ্মীরের সামবা সেক্টরের রামগড়ে আন্তর্জাতিক সীমান্তে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করার দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। সেখানেও এখন লড়াই অব্যাহত আছে বলে জানিয়েছে তারা।