ফুটবল দল নিয়ে ব্রাজিলের বিমান বিধ্বস্ত

ফুটবল দল নিয়ে ব্রাজিলের বিমান বিধ্বস্ত

শেয়ার করুন

_92706155_11avion

বিশ্বসংবাদ ডেস্ক :

ব্রাজিলের শেপোকোয়েনসে ক্লাবের খেলোয়াড় ও ক্রুসহ ৮১ জন আরোহী নিয়ে কলম্বিয়ায় একটি বিমান বিধ্বস্ত হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে এ পর্যন্ত ১০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ব্রাজিলের শ্যাপোকোয়েনসে ফুটবল ক্লাবের খেলোয়াড় রুশেল এবং গোলকিপার দানিলোকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। শরীরে বিভিন্ন অঙ্গের হাড় ভেঙে যাওয়ায় মারাত্মক আহত তারা। এছাড়া এ পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন উদ্ধারকারীরা।_92706662_8f73ddc2-137f-4da9-a8d4-068c9701ad7dবৃষ্টি এবং প্রচণ্ড ঠান্ডা বাতাসের কারণে উদ্ধারকাজ ব্যহত হচ্ছে। ঘটনাস্থল এবং আশপাশের এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে কলম্বিয়া বিমানবাহিনীর দুটি হেলিকপ্টার, স্থানীয় পুলিশ বাহিনী এবং ফায়ার সার্ভিসের কর্মীরা।

583d17c2c36188d7598b4599সোমবার বলিভিয়া থেকে কলম্বিয়ার মেডেলিন বিমানবন্দরে যাচ্ছিল সিপি-২৯৩৩ নামের বিমানটি। মেডেলিন বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কোনো ত্রুটি ছাড়াই বলিভিয়া থেকে উড্ডয়ন করে এরপরই রাডারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটিতে ব্রাজিলের শেপোকোয়েনসে ফুটবল দলের ২২ জন খেলোয়াড়, ৮ জন কর্মকর্তা ও ২১ জন সাংবাদিক ছিলেন বলে জানা গেছে।

কোপা সুদামেরিকা ফাইনালে অ্যাথলেটিকো ন্যাসিওনালের বিরুদ্ধে মেডেলিনে বুধবার খেলার কথা ছিল তাদের। দুর্ঘটনার পর ফাইনাল ম্যাচটি স্থগিত করা হয়।